শিল্পকারখানা চালাতে চাই গ্যাস, বিদ্যুৎ, ডিজেলের মতো ইন্ধন শক্তি। বাংলাদেশের বিপুলসংখ্যক শিল্পকারখানা গ্যাসনির্ভর। গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় ইতোমধ্যে ৩০ থেকে ৪০ শতাংশ উৎপাদন হ্রাস পেয়েছে গ্যাসনির্ভর বিভিন্ন কলকারখানায়। গ্যাস সরবরাহে নতুন করে ট্যারিফ বৃদ্ধির প্রস্তাব ব্যবসায়ীদের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। এতে কর্মসংস্থান ও অর্থনৈতিক স্থিতিশীলতা চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে আতঙ্কিত শিল্প মালিক ও ব্যবসায়ীরা গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে সরবরাহকারী কোম্পানিগুলোর দক্ষতা বাড়ানো এবং সিস্টেম লস কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন। স্মর্তব্য, প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি পূরণে বিদ্যমান গ্রাহকদের দর অপরিবর্তিত রেখে নতুন ও প্রতিশ্রুত গ্রাহকদের জন্য গাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে। প্রতিশ্রুত গ্রাহকদের গ্যাসের অর্ধেক বিল বিদ্যমান ৩০ টাকা দরে, বাকি অর্ধেক ৭৫.৭২ টাকা, নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম যথাক্রমে ৩০ ও ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৭৫.৭২ টাকা করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি বিদ্যমান শিল্পে অনুমোদনের বেশি গ্যাস ব্যবহার করলে বাড়তি গ্যাস ৭৫.৭২ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে পেট্রোবাংলা। ব্যবসায়ীদের আশঙ্কা গ্যাসের মূল্য বৃদ্ধি বেসরকারি শিল্পোদ্যোক্তাদের অসহায় করে তুলবে। তীব্র প্রতিদ্বন্দ্বিতার বাজারে তাদের টিকে থাকার সক্ষমতায় আঘাত হানবে। ব্যবসায়ীদের বক্তব্য, তিতাস গ্যাসের ১৩ পয়েন্ট ৫৩ শতাংশ সিস্টেম লস কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সিস্টেম লস ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনার দিকে নজর দিতে হবে। বিদ্যুৎ উৎপাদনে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণমাত্রায় চালু করা যেতে পারে। ব্যবসায়ীরা এলএনজি আমদানিতে দ্বৈত ভ্যাট ও উৎসে কর প্রত্যাহার, সরবরাহে আরোপিত চার্জ এবং পেট্রোবাংলা ও বিইআরসির বিভিন্ন চার্জ কমিয়ে সরকারের ভর্তুকি কমানোর পরামর্শ দিয়েছেন। শিল্পোৎপাদনের ওপর দেশের অর্থনীতির ভালো-মন্দ অনেকাংশে নির্ভরশীল। এ প্রেক্ষাপটে ব্যবসায়ীদের পরামর্শ বিবেচনায় সরকার সক্রিয় হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণের উদ্যোগ ডিএসসিসির
- সাতসকালে লোহাগাড়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৭
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
গ্যাস বিড়ম্বনা
সিস্টেম লস কমিয়ে আনুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর