অর্থনীতি হলো রাজনীতির প্রাণ। একটা দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকবে কি না, তা অনেকাংশে অর্থনীতির ভালোমন্দের ওপর নির্ভরশীল। গণতন্ত্র, আইনের শাসন সবকিছুর সঙ্গে রয়েছে অর্থনীতির সম্পর্ক। দুনিয়াজুড়ে যে দুই শতাধিক দেশ রয়েছে, এর মধ্যে এমন একটি ভূখণ্ড পাওয়া যাবে না, যেখানে অর্থনীতিতে অস্থিতিশীলতা থাকা সত্ত্বেও গণতন্ত্র বেগমান। বাংলাদেশে বিগত ১৫ বছরে শাসক গোষ্ঠীর ভ্রƒকুটির মুখে গণতন্ত্রের নাভিশ্বাস উঠলেও রাজনৈতিক স্থিতিশীলতা ছিল, অর্থনৈতিক ক্ষেত্রে সুস্থ পরিবেশ থাকার কারণে। জুলাই গণ অভ্যুত্থান দেশের রাজনীতিতে কর্তৃত্ববাদের বদলে গণতন্ত্র ও মুক্ত সমাজ প্রতিষ্ঠার সুযোগ এনে দিলেও সে ঐতিহাসিক প্রয়াস হোঁচট খাচ্ছে অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে। মানুষ গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সংস্কারের বদলে মাথা ঘামাচ্ছে অর্থনীতি নিয়ে। সিংহভাগ মানুষ চাচ্ছে, এই মুহূর্তেই নির্বাচন দিয়ে সরকার সরে দাঁড়াক। এর পেছনে কাজ করছে অর্থনৈতিক সংকট। দেশে ব্যবসা চালানো ক্রমান্বয়ে কঠিন হয়ে পড়ছে। ব্যবসায়ীদের ভাষ্য, তাঁরা চেয়েছেন প্রয়োজনীয় সংস্কার করার পাশাপাশি অর্থনীতির চাকা ক্ষতিগ্রস্ত না করার উপায় বের করে সামনের দিকে অগ্রসর হওয়ার উদ্যোগ গ্রহণ করবে অন্তর্বর্তী সরকার। যাতে কর্মসংস্থান ধরে রাখা যায়। উৎপাদন খরচ সহনীয় পর্যায়ে থাকে, মূল্যস্ফীতি কমাতে সাহায্য করে। কিন্তু তারা হতাশ হয়ে দেখতে পাচ্ছেন, সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসক্রিপশন নিয়ে দেশ চালানোর চেষ্টা করছে। দেশের বিদ্যমান অবস্থায় এ প্রেসক্রিপশন কাজে দেবে না। বাংলাদেশ ব্যাংক সংকোচনমূলক নীতি নিয়েছে; তারল্য সরবরাহ কমিয়েছে- এ ধরনের উদ্যোগ দেশের অর্থনীতির জন্য, শিল্পের জন্য, ব্যবসায়ীদের জন্য অনুকূল নয়। জ্বালানি সমস্যার সুরাহা হয়নি, বরং নতুন করে মূল্যবৃদ্ধি নিয়ে কথা হচ্ছে। এই বিষয়গুলো পরিষ্কার করে দেয় যে সরকারের কার্যক্রম শিল্প খাতের জন্য ইতিবাচক নয়। এভাবে চললে নতুন শিল্প তো দূরের কথা, বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানের জন্য টিকে থাকা কঠিন হবে। রাজনৈতিক দলগুলোও অর্থনীতি নিয়ে চিন্তিত নয়। তারা একে অপরকে নিয়ে নানা কথা বললেও অর্থনীতি নিয়ে কিছু বলছে না। শনিবার বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলোকে অর্থনীতিতে যে জটিল সংকট চলছে, তা নিরসনে প্রয়োজনীয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।
শিরোনাম
- ইরানের কাছে পরমাণু বোমা থাকতে পারবে না : ট্রাম্প
- মেঘনা গ্রুপের কাছে আটকে আছে তিতাসের ৮৬২ কোটি টাকা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ এপ্রিল)
- সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক
- ব্যক্তির সঙ্গে সমষ্টির অসম বিভাজন
- ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
- কক্সবাজার মেরিনড্রাইভে ২৮ মোটরসাইকেল জব্দ
- মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ
- রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
- বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার
- পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
- রৌমারীতে বড়াইবাড়ি দিবসকে জাতীয় স্বীকৃতির দাবি
- ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে : এ্যানি
- বরিশালে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
- যশোরের অগ্নিকাণ্ডে ৫০ হাজার মুরগিসহ মেশিনারীজ ভস্মীভূত
- সংস্কারের পরে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
- পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান
- ফয়জুল করীমকে মেয়র ঘোষনার দাবিতে বরিশালে মানববন্ধন
- চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি