বিশ্বের বিভিন্ন শহরে নানা কারণে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বিশ্বের শহরগুলোর তালিকায় বায়ুদূষণে আজ শীর্ষে রয়েছে ভারতের কলকাতা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭১ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এ সময় ৯৭ একিউআই স্কোর নিয়ে ঢাকা রয়েছে তালিকার ১৪তম স্থানে।
আজ মঙ্গলবার সকাল ৮টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। এদিন বায়ুদূষণে কলকাতার পরেই রয়েছে যথাক্রমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের শহর কিনশাসা (১৬৫), কুয়েতের কুয়েত সিটি (১৫৪), বাহারাইনের মানামা (১৫১)। সকালে শহরগুলোর বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
এ সময় তালিকায় ১৪তম স্থানে থাকা ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে তেজগাঁওয়ের শান্তা ফোরাম এলাকায়। ১৫৩ একিউআই স্কোর নিয়ে এখানে বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দূষণে এর পরেই রয়েছে বেচারাম দেউড়ি, মাদানি সরণির বেজ এজওয়াটার এবং গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা। এসব এলাকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৭ গুণ বেশি রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা বিবেচিত হয় দুর্যোগপূর্ণ।
বিডি প্রতিদিন/এএম