ঈদ এসেছে ঘরে ঘরে
শহর কিংবা গাঁয়ে,
ঈদ এসেছে খেটে খাওয়া
জেলে ভাইয়ের নায়ে।
ঈদ এসেছে পাখির বাসায়
গাইছে মিঠে গান,
গগনজুড়ে খুব আনন্দে
করছে কলতান।
ঈদ এসেছে সবুজ বনে
পশুপাখির মাঝে,
ঈদ এসেছে গরিব-ধনীর
হাসির ভাঁজে ভাঁজে।
ঈদ এসেছে ঘরে ঘরে
শহর কিংবা গাঁয়ে,
ঈদ এসেছে খেটে খাওয়া
জেলে ভাইয়ের নায়ে।
ঈদ এসেছে পাখির বাসায়
গাইছে মিঠে গান,
গগনজুড়ে খুব আনন্দে
করছে কলতান।
ঈদ এসেছে সবুজ বনে
পশুপাখির মাঝে,
ঈদ এসেছে গরিব-ধনীর
হাসির ভাঁজে ভাঁজে।