জ্যৈষ্ঠ এলে রোদ বাতাসে
রসালো ঝাঁজ পাই
পাকা ফলের মধুর ঘ্রাণে
গাছতলা তাই যাই।
জ্যৈষ্ঠ এলে গরম একটু
বেশিই পড়ে জানি
বেশি গরম পড়ে বলেই
জ্যৈষ্ঠ মধুর রানী।
জ্যৈষ্ঠ এলে মেঘ বিজুলি
আছড়ে পড়ে গাছে
দিনের আলোয় মেঘের ছায়া
ভূতের মতো নাচে!
জ্যৈষ্ঠ যেমন মধু ঝরায়
তেমনি ভয়ংকর
মাঝে মাঝেই দানব রূপে
ভাঙতে আসে ঘর!
জ্যৈষ্ঠের এই রূপ বদলে
নীরস জমিন হাসে
শত ভয়েও তবু কৃষক
জ্যৈষ্ঠ ভালোবাসে!