হাসির রাজা, বুদ্ধির রাজা
হলো গোপাল দাদু,
বুদ্ধি দিয়ে বের করে সে
কে ডাকাত? কে সাধু?
গোপাল দাদুর অনেক বুদ্ধি
ভূতেরা পায় ভয়,
বুদ্ধি দিয়ে ভূতের রাজ্য
করে দাদু জয়।
তার কথাতে ভূতে নাচে,
ধরে ভূতে কান,
দাদু বলে আমার সাথে
ভূতেরা গায় গান।
ট্যান, ট্যানা, ট্যান ভূতে নাচে
গাছেতে এক ঠ্যাং,
গোপাল দাদুর বুদ্ধি দিয়ে
ভূতকে মারে ল্যাং।