হাতছানি দেয় সুনীল আকাশ
আলোর ঝিকিমিকি
কৃষ্ণচূড়ার প্রেমে পড়ে
কাব্য আমি লিখি।
আমের মুকুল সুবাস ছড়ায়
মন বসে না কাজে
ছন্দের মালা গাঁথি আমি
এই যে হৃদয় মাঝে।
চোখে সদা ভাসে আমার
ঋতুরাজের ছবি
প্রকৃতির ওই সুবাস পেয়ে
চুপ হয়ে যায় কবি।
ভর দুপুরে গাছের শাখায়
পাখির ডাকাডাকি
একলা বসে মনের খাতায়
যা খুশি তাই আঁকি।