রাজধানীর রামপুরায় খালের পানি থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা রাজাখালী নৌপুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক জানান, বুধবার সন্ধ্যায় সংবাদ পেয়ে রামপুরা ব্রিজ সংলগ্ন সুইচগেট এলাকায় টিভি ভবনের পেছনে পাম্প হাউজের পাশে খালের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহটি আংশিক পচনশীল হওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, বলে জানান এসআই ওমর ফারুক। তিনি বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আশিক