ভুল করে মুখ
থাপ্পড় খায় গাল,
এই রীতি সমাজে কি
থাকবে চিরকাল?
আর কত দিন চলবে এমনি
চলবে কলিকাল,
কবে হবে কংস ধ্বংস
আসবে না কি মহাকাল?
আসুক প্রলয়, ধ্বংস নীলা
ধ্বংস হোক ভুবন,
নতুন পৃথিবী সৃষ্টি হোক
স্বর্গের মতন।
ভুল করে মুখ
থাপ্পড় খায় গাল,
এই রীতি সমাজে কি
থাকবে চিরকাল?
আর কত দিন চলবে এমনি
চলবে কলিকাল,
কবে হবে কংস ধ্বংস
আসবে না কি মহাকাল?
আসুক প্রলয়, ধ্বংস নীলা
ধ্বংস হোক ভুবন,
নতুন পৃথিবী সৃষ্টি হোক
স্বর্গের মতন।