ঐযে দেখো চাঁদ উঠেছে
ঠোঁটের মতো করে,
খোকা বলে তবে কি মা
ঈদ হবে কাল ভোরে?
মায়ের চোখে বন্যা নামে
ঘরে নেই যে কিছু,
কেমন করে হবে যে ঈদ
মায়ের মাথা নিচু।
ছোট্ট খোকা অবুঝ সোনা
অভাব কি আর বোঝে,
মায়ে বলে গরিব বাবা
ঈদের চাঁদ না খোঁজে।
খোকা বলে সবাই কেন
ঈদের চাঁদ যে বলে?
দুঃখী মা তার আচল তলে
ভাসে চোখের জলে!