শবে কদর জানান দিল
রোজা হচ্ছে শেষ,
ঈদ এসেছে ঈদ এসেছে
খুশির আমেজ বেশ।
নতুন জামা পরবে ঈদে
খোকা খুকুর দল,
ঈদের নামাজ পড়বে সবে
কইরে তোরা চল।
জর্দা, সেমাই, পায়েস মিঠাই
হবে প্রীতির ভোজ,
বন্ধু, বান্ধব পাড়া পড়শির
নিতে হবে খোঁজ।
ঈদ শেখায় যে শত্রু মিত্র
সকলে ভাই ভাই,
দুঃখের দিনে একই সাথে
সঙ্গী হওয়া চাই।