চাঁদের আলো বার্তা দিলো
এলো খুশির ঈদ,
মনের মাঝে বাজলো গান
জাগলো নতুন নিদ।
সেজে উঠুক ছোট বড় সব
হাসি মুখের রং,
ঈদের দিনে ভাঙুক বাধা
মুছুক গ্লানির ঢং।
কোলাকুলির মুহূর্তে ভাই
মিলুক হৃদয় জুড়ে,
ভালোবাসার স্পর্শ রেখে,
যাক শত্রুতা দূরে।
সেমাই, ফিরনি, খুশির ডালা,
টেবিল ভরা যত,
ঈদ মানে তো শান্তির পথে,
ভালোবাসা ততো।