‘লাভা ল্যাম্প’ পরীক্ষাটি অত্যন্ত সহজ এবং এটি বাচ্চাদের মধ্যে খুব জনপ্রিয়। এই পরীক্ষায়, তোমরাও তরলের ঘনত্ব ও কিছু মৌলিক রাসায়নিক প্রতিক্রিয়া সম্পর্কে শিখতে পারবে।
যা যা লাগবে :
একটি পরিষ্কার কাচ বা স্বচ্ছ ধারক (কাচের জার বা গ্লাস), জল, রান্নার তেল (ভেজিটেবল অয়েল বা ক্যানোলা অয়েল), খাবারের রং ও বেকিং সোডা।
যা করতে হবে :
ধাপ ১ : প্রথমে, একটি পরিষ্কার সমতল স্থান খুঁজে বের করো। এ ছাড়াও, গ্লাসের নিচে সাদা কাগজ বা ট্রে রাখতে ভুলবে না।
ধাপ ২ : কাচের জারটি প্রায় এক চতুর্থাংশ জল দিয়ে পূর্ণ করো।
ধাপ ৩ : গ্লাসে কয়েক ফোঁটা খাবারের রং দাও- রঙের পছন্দ তোমরাই নির্ণয় করে নাও।
ধাপ ৪ : রঙিন জলের জারের ওপরের অংশ সামান্য ফাঁকা রেখে তেল দিয়ে পূর্ণ করো।
ধাপ ৫ : যখন রঙিন জল ও তেল আলাদা হয়ে গেলে এক চিমটি বেকিং সোডা দিয়ে দাও।
যা দেখবে :
দেখবে তেলের পৃষ্ঠে বুদবুদ উঠবে, এমনকি রঙিন জল ওপরে উঠে যাবে। বুদবুদ একবার জারের ওপরে পৌঁছালে, সেগুলো ফেটে যাবে এবং রঙিন জল নিচে নেমে যাবে।
ফলাফল :
এটি একটি সাধারণ লাভা ল্যাম্পের প্রভাব তৈরি করে। আর রঙিন বুদবুদ জারের মধ্যে ওপরে এবং নিচে যেতে থাকে।