কেমন যেন পৃথিবীটা
ধোঁয়া ধোঁয়া লাগে
মানুষগুলোও কেন যেন
হাসে এবং রাগে!
পলাশ বনে খাটাস ঘুমায়
চামচিকাকে নিয়ে
সকাল হলে কী যেন খায়
অট্টহাসি দিয়ে!
কানা শেয়াল কাঁচা মাংসের
রুচি ভালো বোঝে
চৈত্র এলে কাউয়াগুলোও
মরা গরু খোঁজে!
নেংটি পরা বাঁদরগুলোও
নেচে বাজায় ঢোল
বুঝে গেছি ঘোর লাগা এই
পৃথিবীটাই গোল!