ভোরের হাওয়া হিম বাতাসে
লাউয়ের ডগায় দোয়েল,
ঘরের কোণে খাঁচার ভিতর
ডাকছে বসে কোয়েল।
শীতের পাখির আনাগোনা
অপূর্ব এক ছবি,
দুর্গগনে আলোর দিশায়
উঠলো জেগে রবি।
সকাল বেলায় মিষ্টি রোদে
ফড়িং ঘুরে ঘাসে,
বিড়াল ছানা নেচে গেয়ে
থাকে সদা পাশে।
ভোরের হাওয়া হিম বাতাসে
লাউয়ের ডগায় দোয়েল,
ঘরের কোণে খাঁচার ভিতর
ডাকছে বসে কোয়েল।
শীতের পাখির আনাগোনা
অপূর্ব এক ছবি,
দুর্গগনে আলোর দিশায়
উঠলো জেগে রবি।
সকাল বেলায় মিষ্টি রোদে
ফড়িং ঘুরে ঘাসে,
বিড়াল ছানা নেচে গেয়ে
থাকে সদা পাশে।