রোদ পোহাচ্ছে কাঁথা কম্বল
রোদ পোহাচ্ছে তুলোর বালিশ
রোদ পোহাচ্ছে দাদু দাওয়ায়
করছে গায়ে তেল যে মালিশ।
রোদ পোহাচ্ছে আচার-বয়াম
রোদ পোহাচ্ছে উলের কাপড়
রোদ পোহাচ্ছে মাছের শুঁটকি
রোদ পোহাচ্ছে আলুর পাপড়।
রোদ পোহাচ্ছে দোয়েল-কোয়েল
রোদ পোহাচ্ছে সূর্যমুখি
রোদ পোহাচ্ছে ফুপির কোলে
দুমাসের ওই ছোট্টো খুকি।
শীত এসেছে পাড়ায় পাড়ায়
শীত এসেছে ঘরে ঘরে
রোদ পোহাচ্ছে কুয়াশাও
একটু দূরে থরে থরে।
শীতের সকাল মানেই আহা
রোদ পোহাবার দারুণ ধুম
শীতের সকাল রোদের চোখে
মাখা থাকে খোকার ঘুম।