যশোরের মণিরামপুর উপজেলার বাকোশপুর বাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তারা হলেন-মণিরামপুর উপজেলার চাঁদপুর গ্রামের রণজিত কুমার (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০)।
বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, দুপুরে রণজিত ও পাপিয়া মোটরসাইকেলে করে ঝিকরগাছা থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। পথে বাকোশপুর নামক স্থানে বিপরীতমুখী একটি ইঞ্জিনচালিত পাওয়ারটিলারের সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চালকসহ পাওয়ারটিলারটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই