ক্যাম্পাসের মধ্যে মাদকসেবীদের আড্ডা বন্ধে ব্যর্থতা, বিভিন্ন অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে কলেজ শিক্ষকরা সমস্যা সমাধানে আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ তুলে নেয়।
শিক্ষার্থী তারেক আজিজ অভিযোগ করে বলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল ফেব্রুয়ারি মাসে কলেজে যোগদানের পর থেকেই নানা অনিয়ম করে আসছেন। তিনি সরকারের কাছ থেকে বাড়ি ভাড়া পেলেও কলেজের গেস্টরুমে বসবাস করে আসছেন।
ক্ষোভের সাথে তিনি বলেন, কলেজ ক্যাম্পাসের মধ্যে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসলেও অধ্যক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে বিভিন্নখাতে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। তাই সকল অনিয়ম দূর করাসহ পদত্যাগের দাবিতে অধ্যক্ষকে অবরুদ্ধ করা হয়।
অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আওয়াল ছাত্রদের আনা অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, সকল অর্থ ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়। তাই আত্মসাতের কোনো সুযোগ নেই। তারপরও কলেজের সকল হিসাব শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হবে।
বিডি প্রতিদিন/এমআই