হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সক্রিয় দালালচক্রের ৯ সদস্যকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া এই দণ্ডাদেশ প্রদান করেন।
এর আগে সেনাবাহিনীর হবিগঞ্জ সদর ক্যাম্প ও র্যাব ৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হাসপাতাল চত্বরে অবস্থানরত দালালদের আটক করে। দণ্ডিতরা হলেন, অসিত দাস, রমিজ আলী, কামাল শাহ, আসাদুজ্জামান, মোহাম্মদ কাওসার, জিলু মিয়া, আব্দুল খালেক, সৌরভ রায় ও নিতু ঘোষ। তারা হবিগঞ্জ সদর, বানিয়াচং, আজমিরীগঞ্জ, চুনারুঘাট এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের কিছু অসাধু কর্মচারীর সহযোগিতায় শহরে একাধিক বেসরকারি ক্লিনিক ও ফার্মেসি দালালচক্রের মাধ্যমে রোগীদের প্রতারণা করে আসছে। এই দালালরা রোগীদের নির্দিষ্ট ক্লিনিকে নিয়ে গিয়ে পরীক্ষার নামে অতিরিক্ত টাকা আদায় করে এবং নির্দিষ্ট ফার্মেসিতে ওষুধ বিক্রির ক্ষেত্রেও প্রভাব খাটায়।
এতে সাধারণ রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রেই দালালচক্রের প্রভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে, এমনকি রোগীর মৃত্যুও ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন মিয়া জানান, দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারায় নয়জনের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। তবে সবাই অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/আশফাক