নেত্রকোনার মোহনগঞ্জে নিজ দোকান থেকে নারায়ণ চন্দ্র পাল (৪৫) নামের এক মুদি ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে মোহনগঞ্জ থানার অদূরে বসুন্ধরা মোড়ে নিজ দোকানের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নারায়ণ চন্দ্র পাল মোহনগঞ্জ থানার দৌলতপুর এলাকার মৃত নিরুপাল চন্দ্র পালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণ চন্দ্র পাল দীর্ঘ ১৫ বছর ধরে বসুন্ধরার মোড়ে মুদি দোকান চালাতেন। তিনি প্রতিদিন সকালে দোকান খুলে দুপুরে খাওয়া শেষে আবার বিকেলে দোকানে ফিরে রাত ৯টা-১০টার দিকে বাসায় যেতেন। কিন্তু সোমবার রাতে আর বাসায় ফেরেননি। রাত ১০টার পর স্থানীয় ক্রেতারা দোকান বন্ধ দেখে খোঁজ নিতে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখতে পান রক্তাক্ত অবস্থায় নারায়ণ চন্দ্রের মরদেহ মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতের ছোট ভাই সুপল চন্দ্র পাল বলেন, ভাইয়ের সঙ্গে কারও কোনও বিরোধ ছিল না। কে বা কারা এমন নৃশংসভাবে হত্যা করল, আমরা বুঝতে পারছি না। আমরা দ্রুত হত্যাকারীর বিচার চাই। এলাকায় সবাই এখন আতঙ্কে রয়েছে। নিজের দোকান বা ঘরেও কেউ নিরাপদ নয় বলে মনে করছেন অনেকে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ