রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে গরু চুরির অভিযোগে মো. সজিব শেখকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। সজিব উপজেলার উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উজ্জল শেখের ছেলে।
সোমবার দুপুরে সজিব শেখের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজিব। এর আগে রবিবার দিবাগত মধ্যরাতে উজানচর এলাকার নতুনপাড়া থেকে তাকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, নুরাল পাগলের দরবার থেকে গরু চুরি করে নিয়ে সজিব শেখ। আমরা ভিডিও ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হই। দরবারেভাঙ্চুর, লুটপাট, অগ্নিসংযোগ, কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে ফেলা ও হত্যার ঘটনায় ১০জনসহ পুলিশের ওপর হামলার ঘটনার ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুটি মামলায় মোট ২৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
গ্রেফতারকৃত আসামি সজিব শেখকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন