জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল জনগণের মতামতের প্রতিফলন ঘটবে। এতে এককভাবে কোনো সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না। অংশগ্রহণমূলক সরকার গঠনই আজকের সময়ের দাবি।
শনিবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
বরিশালের সংসদীয় ৫টি আসনে জামায়াত প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় হেলাল আরও বলেন, দেশের অধিকাংশ রাজনৈতিক দল পিআর পদ্ধতি পছন্দ করে। তিনি মনে করেন, এখন সময় উপযুক্ত, এবং এই আঙ্গিকে নির্বাচন করলে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে।
তিনি বলেন, “এই উপমহাদেশের রাজনীতিতে পরিবর্তনের ধারাবাহিকতায় জনগণ আগামী নির্বাচনে জামায়াতকেই বেছে নেবে। জামায়াত এখন গণমানুষের আস্থার প্রতীক। ক্ষমতায় গেলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার।”
এ সময় হেলাল গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার নিন্দা জানান এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি করেন। তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলের প্রধানের ওপর এমন হামলা সমর্থনযোগ্য নয়। যদি এটি বন্ধ না করা হয়, আগামী দিনে দেশ ও রাজনীতির জন্য ক্ষতিকর প্রভাব পড়বে।”
সভায় বরিশাল-১ আসনের প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল-২ আসনের প্রার্থী মাস্টার আ. মান্নান, বরিশাল-৩ আসনের প্রার্থী ও মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ আসনের প্রার্থী মাওলানা আবদুল জব্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক অরূপ তালুকদার, নাছিম উল আলম, অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, মেহেরুন্নেছা বাবুল, কাজী মিরাজ মাহমুদ ও এসএম জাকির হোসেন।
বিডি প্রতিদিন/হিমেল