ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ‘সম্মুখ সমরের স্মৃতিস্তম্ভ’ ঝোঁপঝাড় মুক্ত করা হয়েছে। শনিবার দিনভর ‘বিডি ক্লিন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিস্তম্ভটি পরিস্কার ও পরিচ্ছন্ন করে, পাশাপাশি একটি বৃক্ষরোপণ করেন।
সরকারিভাবে নির্মিত এই স্মৃতিস্তম্ভটি দীর্ঘদিন ধরেই অবহেলিত ছিল। এটির ভেতরের অবস্থা এমন ছিল যে তা প্রায় জঙ্গলের মতো হয়ে গিয়েছিল। এছাড়া মাঝে মাঝে এখানে মাদকসেবীদের আড্ডা বসতো। স্থানীয়ভাবে বিভিন্ন সময়ে রক্ষণাবেক্ষণ নিয়ে আলোচনা হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি।
বিডি ক্লিনের কার্যক্রমে আখাউড়া পৌরসভা, আপনজন ফাউন্ডেশন, আখাউড়া বোর্ড ফাউন্ডেশন, শিক্ষক ও সাংবাদিকরা সহায়তা করেন। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো. বাহার মিয়া মালদার, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, গোপীনাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক সৌমিত্র সাহা, আখাউড়া টেকনিক্যাল ইসলামিয়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মো. রাকিবুল ইসলাম, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয়ক মাহমুদুল হাসান সোহান, সদস্য লিটন দেবনাথ, ইয়াকুব হোসেন, আখাউড়ার সমন্বয়ক রমজানুল ইসলাম, রোজিনা আক্তার, জাহিদুল হক শ্রাবণ, জারিফ, নয়ন, আরাফাত, ইমরান, রবিন, ইতী মনি, সাদিয়া, শাকিলা, মোস্তফা রাফি, তাকিয়া সুলতানা, জাহাঙ্গীর আলম ও ধ্রæব ইসমাইল প্রমুখ।
সরকারি অংশগ্রহণে পরিস্কারকাজের বিষয়ে সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, “আমার বাড়ি ও কর্মক্ষেত্রের সামনেই এই স্মৃতিস্তম্ভ। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এর দিকে তাকানো যেত না। মহতি উদ্যোগের জন্য বিডি ক্লিনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা।”
বিডি প্রতিদিন/হিমেল