ভাঙ্গায় পুকুরের পানিতে ডুবে আয়েশা আক্তার (৮) নামক এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গোয়ালদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ঐ গ্রামের কৃষক কামাল মীরের কন্যা ও গোয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
শিশুটির পরিবার জানা যায়, শনিবার দুপুর ১২ টার দিকে আয়েশা ও তার প্রতিবেশী কয়েকজন শিশু বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে আয়েশা পানিতে তলিয়ে যায়। এসময় অন্যান্য শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে খুঁজতে থাকে। ঘণ্টা খানেক পর তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে শিশুটিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে ।
চান্দ্রা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, আয়েশা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তিন বোনের মধ্যে আয়েশা দ্বিতীয়।
বিডি প্রতিদিন/এএম