দিনাজপুরের হিলি স্থলবন্দরের পানামা পোর্টের ৩ নম্বর শেডে ব্লিচিং পাউডারবোঝাই একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাকিমপুর ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমদানি করা ব্লিচিং পাউডার গুদাম থেকে ট্রাকে লোড করার সময় হঠাৎ করে আগুন ধরে যায়। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় বন্দর এলাকা।
হাকিমপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি।
বিডি প্রতিদিন/আশিক