মানিকগঞ্জের হাটে বাজারে প্রচুর সবজি থাকলেও বৃষ্টির কারণে দাম অনেক বেশি। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হলেও বাজারে সবজির অভাব নেই।
তবে বৃষ্টির অজুহাত দেখিয়ে দাম বেশি হাঁকাচ্ছে দোকানিরা। মানিকগঞ্জের পাইকারি আড়ৎগুলোতে দাম কম হলেও খুচরা বাজারে অনেক বেশি। সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে কেজিপ্রতি প্রায় ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত। বাজার ভেদে জিনিসের দাম ভিন্ন। ভ্যান গাড়িতে সবজির দাম কম। খুচড়া বাজারে বেগুন ৮০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, শসা ৬০ টাকা, ভালোটা ১২০ টাকা কেজি। বরবটি ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, কাঁচামরিচ ২৪০ টাকা কেজি। ডিম ৪৫ টাকা হালি। পাইকারি বাজারে যা কেজি প্রতি বিশ টাকা কম।
স্থানীয় কৃষকরা বলেন, আমরা সঠিক দাম পাই না। আড়ৎদাররা যে দাম দেয় তাই নিয়ে চলে আসি। কিন্তু খুচরা বাজারে দাম ডবল। সরকার দাম নির্ধারণ করে দিলে ভাল হতো।
সবজি ক্রেতা রতন মিয়া বলেন, বাজারে কোনো ধরনের তদারকি না থাকায় বিক্রেতারা ইচ্ছেমতো দাম রাখে। সবজি বিক্রেতারা জানান বৃষ্টির কারণে সরবরাহ কম। তাই দাম কিছুটা বেড়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল