বরগুনা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীতকরণ এবং বরগুনায় মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সকালে বরগুনা জেনারেল হাসপাতাল চত্বরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. হারুন অর রশীদ রিংকুর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. হাসানুর রহমান ঝন্টু, বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মুশফিক আরিফ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট রেজবুল কবির, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন এবং নারী নেত্রী আসমা আক্তার বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বরগুনায় স্বাস্থ্যসেবার বিপুল চাহিদা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এ খাতের উন্নয়ন হয়নি। তারা অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের সময় জনপ্রতিনিধিরা হাসপাতালের উন্নয়নে কোনো দায়িত্ব পালন করেননি, বরং অনিয়ম-দুর্নীতি করেছেন। যা কিছু অর্জিত হয়েছে তা এসেছে নাগরিকদের আন্দোলনের কারণে।
সমাবেশ থেকে বরগুনার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ ঘোষণা দেন, জেলার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে ৫০০ শয্যার হাসপাতাল ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল