বরগুনার বেতাগীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের উপজেলার পরিষদের সামনে ইসলামী ব্যাংকের এটিএম বুথের মধ্যে থেকে তাদের গ্রেফতার করে। তাদের সঙ্গে থাকা আরেকজন পালিয়ে যায়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার উপ-পরিদর্শক অপূর্ব কান্তি দাসের নেতৃত্ব একদল পুলিশ অভিযান চালিয়ে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের খাদ্য গুদাম রোড এলাকার বাসিন্দা মৃত বাদল খানের ছেলে শাকিল খান (২৮) এবং মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ সদর ইউনিয়নের ২ নস্বর বাসিন্দা আব্দুল জলিল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৩০)। এসময় মুহিম হাওলাদার (২১) নামে আরেকজন পালিয়ে যায়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে বুধবার রাতে বেতাগী থানায় একটি মামলা করা হয়েছে।
মামলার বাদী বেতাগী থানার উপ-পরিদর্শক অপূর্ব কান্তি দাস বলেন, ৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয় এবং তাদের সঙ্গে থাকা অপর একজন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশল করে পালিয়ে যায়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে বেতাগী থানা পুলিশ গ্রেফতার করেন। এসময় অপর একজন পালিয়ে যায়। তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অপরাধে বেতাগী থানায় মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/নাজিম