র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক আংশীদারিত্বে অগ্রগতি’—এই প্রতিপাদ্যে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ৮০জনের মধ্যে সনদ ও ৩৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন অতিথিবৃন্দ। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব নিরসনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান আয়োজকরা।
বিডি প্রতিদিন/জামশেদ