দীর্ঘ ১৭ বছর পর কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়ন যুবদলের কাউন্সিল ভোট ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় কাউন্সিল ভোটের মাধ্যমে ষোলনল ইউনিয়ন যুবদলের কমিটির নির্বাচন হয়।
নির্বাচনে অ্যাডভোকেট জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আরিফুল ইসলাম শ্রাবণ, অ্যাডভোকেট সাইফুলসহ সাত সদস্য বিশিষ্ট কমিশন গঠনের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দিন জসিম, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আইনজীবী আহম তাইফুর আলম, কুমিল্লা দ. জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক এবং সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুর উপস্থিতিতে কাউন্সিল ভোট অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৭৯ জন ভোটারের মধ্যে উপস্থিত ছিলেন ১২৬ জন। তন্মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন মো. টুটুল। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি মো. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান পলাশ নির্বাচিত হন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসীম উদ্দিন দ্বিবার্ষিক সম্মেলনে বলেন, ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র চলছে,পূর্বের ন্যায় আপনারা এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন। আপনাদের ওপর আজকে যে অর্পিত দায়িত্ব দেওয়া হলো,কমিটিতে যেন আওয়ামী লীগের কোন কর্মী ঠাঁই না পায় এদিকে সোচ্চার থাকবেন। বিগত দিনের কর্মকাণ্ড বিশ্লেষণ করে সবাইকে যথাযথ মূল্যায়ন করার জন্য উপজেলা বিএনপিকে নির্দেশনা দেন।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক বলেন, এখন সুসময়ের পাখিরা ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়ে এলাকায় গণসংযোগ ও মতবিনিময় সভা করছে। যুবদলের কর্মীরা তাদের থেকে দূরে থাকবেন।
বিডি প্রতিদিন/নাজিম