বরিশালের উজিরপুরে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বীরেন বাড়ৈ (৫০) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। শনিবার সকালে তাকে সোপর্দ করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম নিশ্চিত করেছেন।
আটক বীরেন বাড়ৈ উপজেলার হারতা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকার কালিচরন বাড়ৈর ছেলে।
ওসি আব্দুস সালাম জানান, শুক্রবার রাতে মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন বীরেন বাড়ৈ। এরপর বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন। শনিবার সকালে ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি পরিবার ও স্থানীয়দের জানালে গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ভুক্তভোগীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক