জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ রথীন বিশ্বাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গোপালগঞ্জের কোটালীপাড়ার শুয়াগ্রামে তার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন করেন কোটালীপাড়া উপজেলা প্রশাসন, কোটালীপাড়া থানা, উপজেলা ও পৌর বিএনপি নেতারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর খান।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর রথীন বিশ্বাস ছাত্র-জনতার বিজয় মিছিলে অংশ নিয়ে সংসদ ভবনে প্রবেশ করেন। এসময় একটি কাঁচের টুকরা তার মাথায় পড়ে গুরুতর আহত হন। তাকে নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হলে রাতেই মৃত্যু হয়। পরদিন তার মরদেহ শুয়াগ্রামে এনে মা-বাবার কবরের পাশে খ্রিষ্টান ধর্মীয় নিয়মে সমাহিত করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন, রথীন বিশ্বাসসহ অভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে উপজেলা প্রশাসন আছে এবং ভবিষ্যতেও থাকবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ