জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিজয় মিছিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
দিনটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় শহরের বকুলতলায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে মানুষের ঢল নামে। প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান।
পরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বের করা হয় বিজয় মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে কনসার্ট ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি ও জামায়াতে ইসলামী পরে আলাদাভাবে শহরে বিজয় মিছিল বের করে।
বিডি প্রতিদিন/জামশেদ