হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভেলাপুর গ্রামে পুকুরে পানিতে ডুবে ইয়ামিন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ইয়ামিন ওই গ্রামের রমজান মিয়ার ছেলে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করছিল ইয়ামিন। খেলাধুলার এক পর্যায়ে সে সকলের অগোচরে পুকুরে পানিতে পড়ে তালিয়ে যায়। এক পর্যায়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে স্থানীয়রা। তবে ততক্ষণে সে মারা যায়।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এমআই