মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে মাদকের অভিশাপ থেকে বাঁচাতে হবে। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ থেকে মাদকদ্রব্য আসছে। যেসব স্থান থেকে মাদক আসছে সেইসব স্থান চিহ্নিত করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সরকার মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক বিরোধি অভিযান অব্যহত রাখছে। মাদক নির্মূলে সচেতনতা বাড়াতে হবে। নতুন প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে হবে। মাদকের মামলা নিষ্পত্তি করার জন্য বিশেষ আদালত গড়তে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রস্তাবনা দেয়া হয়েছে। এতে দ্রুত মামলা নিষ্পত্তি হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাদকের বড় চালান আটকের সাথে সাথে মানি লন্ডারিং বিষয়ে অনুসন্ধান করতে হবে। এর নেপথ্যে কারা রয়েছে। তাদের খুঁজে বের করতে হবে। এসময় তিনি মাদকের করালগ্রাস থেকে দেশ রক্ষায় সম্মিলিতভাবে সকলকে কাজ করার আহবান জানান।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সরকারি আজিজজুল হক কলেজের অধ্যক্ষ শওকত আলম মীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন, সিভিল সার্জন মো. মোফাখখার হোসেন, জেল সুপার ফারুক আহমেদ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক জিললুর রহমান, সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক রকনুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল