কক্সবাজারে র্যাবের পৃথক অভিযানে দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম ডাকাত হত্যাসহ ৯টি মামলার পলাতক আসামি।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানিয়েছেন, সংবাদের ভিত্তিতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার ভোরে আসামী মোঃ আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সাালাম ডাকাত (৩৫)’কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় কাছ থেকে দুইটি ওয়ান শুটারবন্দুক, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. আনোয়ারুল ইসলাম প্রকাশ আনু সালাম (৩৫) উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুর ছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, মাদক, হত্যা চেষ্টা, অবৈধভাবে বন দখল সহ তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।
এদিকে সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত মামলার পলাতক আসামী রুস্তম আলীকে (৪০) ২৪ জুলাই রাতে রামু উপজেলার বৈদ্য পাড়া রাস্তার মাথা থেকে গ্রেফতার করা হয়েছে। সে রামু উপজেলার ইদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম