মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক র্যালি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।
শুক্রবার বেলা ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে থেকে মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে এ শোক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা পরিষদের জেলা কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
শোক র্যালিতে মহিলা পরিষদ দিনাজপুর শাখার সভাপতি মারুফা বেগম, সম্মানিত সদস্য কানিজ রহমান, সহ-সভাপতি মাহবুবা খাতুন, মিনতি ঘোষ, মনোয়ারা সানু, সাধারণ সম্পাদক রুবিনা আকতার, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, উদীচী জেলা সংসদের সভাপতি অধ্যাপক জলিল আহমদ, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মো. সফিকুল ইসলাম, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, সিপিবির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেরুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ রবিউল আউয়াল খোকা, মহিলা পরিষদ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলিসহ সংগঠনের জেলা ও পাড়া কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ