কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট সংলগ্ন নাফ নদীতে বড়শি দিয়ে ২৬ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। বুধবার বিকেলে স্থানীয় জেলে মো. মোদাচ্ছেরের বড়শিতে মাছটি ধরা পড়ে।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ জানান, শাহপরীর দ্বীপ জেটিঘাটে বড়শি ফেলেছিলেন মো. মোদাচ্ছের। দীর্ঘক্ষণ কোনো মাছ না পাওয়ার পর ফেরার আগে শেষবারের মতো বড়শি ফেলতেই বড় আকারের কোরাল মাছটি ধরা পড়ে। পরে বড়শিটি টেনে জেটিতে তোলার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও পর্যটকদের ভিড় জমে যায়।
মাছটি স্থানীয় মাছ ব্যবসায়ী মোহাম্মদ ফারুক ১ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩৯ হাজার টাকায় কিনে নেন।
বিষয়টি নিশ্চিত করে শাহপরীর দ্বীপ বাজারপাড়া জেটিঘাট ফিশিং ট্রলার মালিক সমিতির সভাপতি আবদুল গফুর বলেন, ডেইলপাড়ার জেলে মো. মোদাচ্ছের বড়শি ফেলেছিলেন নাফ নদীতে। শেষ মুহূর্তে বড় কোরাল মাছটি ধরা পড়ে। পর্যটকরাও ঘটনাটি দেখার জন্য ভিড় করেন।
জেলে মোদাচ্ছের বলেন, “এই রকম বড় কোরাল এই নদীতে আগে কখনো ধরি নাই। প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মাছটা বিক্রি করছি।”
মাছটি কেনা ব্যবসায়ী মোহাম্মদ ফারুক বলেন, “অনেক দর-কষাকষির পর ৩৯ হাজার টাকায় কোরালটা কিনেছি। কেজি হিসেবে দামে একটু বেশিই পড়েছে।”
এ বিষয়ে টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, “কোরাল খুব দ্রুত বর্ধনশীল মাছ। অনুকূল পরিবেশ পেলে এসব মাছ ৩০ থেকে ৩৫ কেজিও হয়ে থাকে। সরকারি নিষেধাজ্ঞা ও প্রজনন মৌসুমে মাছ ধরায় নিয়ন্ত্রণ থাকায় এখন নদীতে বড় আকারের কোরাল পাওয়া যাচ্ছে।”
বিডি প্রতিদিন/আশিক