জাতীয় অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলে জায়গা করে নিয়েছে বগুড়ার তিন উদীয়মান কিশোর ক্রিকেটার। রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন অনূর্ধ্ব-১৪ বগুড়া জেলা দলের হয়ে খেলার পর বিভাগীয় পর্যায়ে নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের নজরে আসে তারা। পরবর্তীতে জাতীয় ক্যাম্পে ভালো পারফরম্যান্স করে চূড়ান্ত দলে সুযোগ পায় তারা।
জাতীয় দলে ডাক পাওয়া এই তিন ক্রিকেটার হলেন—আব্দুর রহমান ইরফান, বায়জীদ বোস্তামী ও আফ্রিদি তারিক। এদের মধ্যে আব্দুর রহমান ইরফান ও বায়জীদ বোস্তামী বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট একাডেমির নিয়মিত খেলোয়াড়। আর আফ্রিদি তারিক বর্তমানে বিকেএসপিতে অধ্যয়নরত।
জানা গেছে, পর্যাপ্ত সুযোগ-সুবিধার ঘাটতি থাকা সত্ত্বেও বয়সভিত্তিক ক্রিকেটার গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা। জেলার কোচ রিফাত হাসান ও সহকারী কোচ রাশেদের তত্ত্বাবধানে চলতি বছর অনূর্ধ্ব-১৪ ও অনূর্ধ্ব-১৬—দুই বিভাগেই রাজশাহী চ্যাম্পিয়ন হয় বগুড়া জেলা। এছাড়া অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাকা হয়েছে আরও দুই উদীয়মান ক্রিকেটারকে, এবং অনূর্ধ্ব-১৮ দলেও রয়েছে সম্ভাবনাময় কিছু খেলোয়াড়।
এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছে বগুড়া। সব মিলিয়ে জেলার ক্রিকেটে উত্থানের ধারাবাহিকতা স্পষ্ট হয়ে উঠছে।
বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল জানান, আন্তর্জাতিক মানের শহীদ চান্দু স্টেডিয়াম থাকলেও স্থানীয় ক্রিকেটাররা নিয়মিতভাবে সেখানে অনুশীলনের সুযোগ পান না। তার মতে, বগুড়ার প্রতিভা ধরে রাখতে হলে একটি পৃথক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, ‘যদি স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ ও একটি পৃথক স্টেডিয়াম থাকে, তাহলে বগুড়া থেকেই ভবিষ্যতে আরও প্রতিভাবান ক্রিকেটার উপহার দেওয়া সম্ভব।’
বিডি প্রতিদিন/আশিক