ভোলার লালমোহন উপজেলায় বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে প্রায় আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৯ জুলাই) দুপুরে লালমোহন পৌর শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে লালমোহন বাজার মসজিদ সংলগ্ন রোডের পাশে অবস্থিত ৫টি অবৈধ জালের গুদাম থেকে আনুমানিক ২ লাখ ২৭ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা।
অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও লালমোহন থানার প্রতিনিধিরা। জব্দকৃত জালসমূহ পরে জনসম্মুখে ধ্বংস করা হয়, যাতে উপস্থিত ছিলেন ভোলা সদর প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রসঙ্গত, দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলসীমায় অবৈধ মৎস্য আহরণ রোধে এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ