হবিগঞ্জের মাধবপুরে একদিনে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর সেগুলো ময়না তদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়- শুক্রবার সকালে উপজেলার মনতলা বিজিবি ক্যাম্পের উত্তর পাশ থেকে অজ্ঞাত অবস্থায় এক ব্যক্তির মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তি ওসমান মিয়া (৩০) উপজেলার রাজাপুর গ্রামের রশিদ মিয়ার পুত্র।
মাধবপুর থানার অফিসার ওসি শহীদ উল্লাহ জানান, বিষয়টি আমরা তদন্ত করছি। ওসমান মিয়ার মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এদিকে- বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নোয়াপাড়া রেলস্টেশন এলাকায় অজ্ঞাত এক নারীর মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির একদল পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহাগ মিয়া বলেন, ধারণা করা হচ্ছে রাতে সিলেটগামী ‘কালিনী এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পিবিআই মৃত নারীর আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) নিয়ে পরীক্ষা করেছে।
বিডি প্রতিদিন/এএম