জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক মিছিল করেছে বগুড়া জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার সকাল ১১টায় জেলা বিএনপির উদ্যোগে শহরের নবাববাড়ি সড়ক দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, মাহবুবুর রহমান হারেজ, জেলা বিএনপি নেতা আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, হামিদুল হক চৌধুরী হিরু, সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল