ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ১০ তলা নতুন ভবনের ২ নম্বর লিফটের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কোতয়ালী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১ টার দিকে লিফটম্যান তীব্র দুর্গন্ধ পাওয়ার পর লিফটের নিচতলায় দরজা খুললে সেখানে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপর বিষয়টি হাসপাতাল কতৃপক্ষকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহটি দেখে পরিচয় সনাক্তের চেষ্টা করে। শুক্রবার সকালে পুলিশ লিফটের নীচ থেকে অজ্ঞাত মধ্য বয়সী পুরুষের মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। পুলিশের ধারনা ৪-৫ দিন আগে ব্যক্তিটি মারা গেছেন। ফলে তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে।
কোতয়ালী থানার ওসি আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কিভাবে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি মারা গেলো তা খতিয়ে দেখার পাশাপাশি তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম