ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে থিমেটিক লোগো উন্মোচন, বৃক্ষরোপনসহ উন্মুক্ত লাইব্রেরি (পুঁথিশালা) উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে জেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
জেলার প্রাচীনতম এই বিদ্যালয়ের দেড়শ বছর উদযাপনের উদ্যোগ নিয়েছে প্রাক্তণ শিক্ষার্থীদের সংগঠন এলামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস সোসাইটি (আবেশ)। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর উদযাপন করবে আবেশ।
বিকেলে বিদ্যালয়ের প্রধান ফটকে থাকা বাগানে দুটি বৃক্ষরোপন করেন আবেশের প্রধান পৃষ্ঠপোষক সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার। এসময় প্রাক্তণ ছাত্র জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল ও আবেশের সভাপতি বিমান বাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদসহ আবেশের প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দেড়শ বছর উদযাপনের নোটিশ বোর্ড স্থাপন ও উন্মুক্ত লাইব্রেরি (পুঁথিশালা) উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার শুরুতে রক্তাক্ত জুলাই এর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ’সুন্দর পৃথিবীর জন্য আমরা’ শ্লোগানে দেড়শ বছর উদযাপনের থিমেটিক লোগো উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্ষণ শিক্ষার্থীসহ অতিথিরা। পরে আবেশের সভাপতি গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র বিএনপির নেতা খালেদ হোসেন, প্রাক্তণ ছাত্র আবেশের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক ও প্রাক্তণ ছাত্র অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সভাপতি সগীর আহমেদ, প্রাক্তণ ছাত্র জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক, বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, প্রাক্তণ ছাত্র ও জেলা বিএনপির সদস্য সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার প্রমুখ। অতিথিরা একটি কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে এই অনুষ্ঠান সফলের জন্য সহায়তা করার অনুরোধ জানান আয়োজকরা।
বিডি প্রতিদিন/হিমেল