রাজধানী ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ও আইনশৃঙ্খলা রক্ষায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ হত্যার প্রতিবাদে সর্বস্তরের ছাত্ররা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
এ উপলক্ষে শনিবার দুপুরের দিকে কুড়িগ্রাম সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কলেজ মোড়, পৌর বাজার ও শাপলা চত্বর হয়ে শহীদ মিনারের সিংহ পাদদেশে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, গণতান্ত্রিক ছাত্র সংসদ ও জাতীয় যুব শক্তির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, সদস্যসচিব সাদিকুর রহমান ও মুখ্য সংগঠক হাফিজুর রহমান প্রমুখ।
এসময় শিক্ষার্থীরা বলেন, সারা দেশে পরিকল্পিতভাবে সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে একটি আতঙ্কের পরিবেশ তৈরি করা হয়েছে। চাঁদাবাজদের কোনো দল নেই, মত নেই। অবিলম্বে তাদের রুখে দিন। চাঁদাবাজি করার জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়নি। যারা মিটফোর্ডে প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ীকে হত্যা করেছে, তাদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/এমআই