গাইবান্ধায় ৮৩ লিটার চোলাইমদ ও ১কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধা সেনাবাহিনী ক্যাম্পের মেজর ইনজামামুল আলম।
গ্রেপ্তাররা হলেন- জেলা শহরের পিকে বিশ্বাস রোডের মৃত- শ্রী অর্জুন বাসুর ছেলে শ্রী সুজন বাসু, একই এলাকার শ্রী কুমারের ছেলে শ্রী হরিজন ও সদর উপজেলার মিতালী বাজারের পূর্ব কোমরনই কুটিপাড়া এলাকার নুর আলমের ছেলে আল আমিন।
শনিবার (১২ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১১টা থেকে ১টা পর্যন্ত গাইবান্ধা পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমী সংলগ্ন পিকে বিশ্বাস রোডের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে এসব মদ ও গাঁজা জব্দসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
যৌথ বাহিনী সূত্র জানায়, ওই এলাকায় দীর্ঘদিন থেকে একটি সংবদ্ধ চক্র গোপনে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বোতলজাত ও প্লাস্টিকের জার ভর্তি ৮৩ লিটার চোলাই মদ ও ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
সূত্র আরও জানায়, এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পরে জব্দকৃত ওইসব মদ ও গাঁজাসহ গ্রেপ্তার তিন মাদক ব্যবসায়ীকে সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদেরকে শনিবার দুপুরে সোপর্দ করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/এএম