টাঙ্গাইলে প্রাইভেটকার দুর্ঘটনায় গুরুতর আহত একই পরিবারের পাঁচ সদস্যের পাশে দাঁড়িয়েছে সিটিজেন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ)। সংগঠনটির পরিচালক আব্দুল আলিমের ব্যক্তিগত উদ্যোগ ও তত্ত্বাবধানে ৯ জুলাই বগুড়ার সিটি ক্লিনিকে ভর্তি অসহায় পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় সিটি ক্লিনিকের তত্ত্বাবধায়কের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনা করে ক্লিনিকের পক্ষ থেকে বিল কমানোর জন্য কমানোর জন্য আশ্বস্ত করেন। এবং বাস্তবায়ন ও করেছেন।
উল্লেখ্য, একই পরিবারের সকলে গার্মেন্টস কর্মী, ঈদের ছুটি শেষে কর্মস্থল গাজীপুরে যাওয়ার পথে মাইক্রোবাস দুর্ঘটনা সকলেই আহত হন। আহতদের মধ্যে একজনের জরুরি অস্ত্রোপচার বগুড়া সিটি হাসপাতালে সম্পন্ন হয় এবং রাসেল নামের একজন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সম্মিলিত স্বেচ্ছাসেবী অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদুর রহমান রানা এবং বিশেষ অতিথি ছিলেন প্রভাষক আবুল কালাম আজাদ, আসাদুল্লাহ, আনছার আলী,আকবর আলী,ফজলুর রহমান।
পরিচালক আব্দুল আলিম বলেন, “এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”
বিডি প্রতিদিন/আরাফাত