বরগুনার তালতলী সরকারি কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। ওই নবঘোষিত কমিটিতে পদবঞ্চিত নেতা-কর্মীরা তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন ও সংগ্রাম করা সক্রিয় ও ত্যাগী নেতা-কর্মীদের উপেক্ষা করে কেন্দ্রীয় নেতৃত্বের পছন্দের লোকদের দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে।
এই অবিচারের প্রতিবাদে পদবঞ্চিতরা তালতলী উপজেলা সদরের উজ্জ্বল চত্বরে ও কলেজ গেট এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এতে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পদ বঞ্চিত নেতা-কর্মীরা ঘোষিত কমিটি মানি না, মানবো বলে স্লোগান দিতে থাকে। তাদের দাবি, অবিলম্বে ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের নিয়ে নতুন করে কমিটি গঠন করতে হবে।
বিক্ষোভ চলাকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। তবে ঘোষিত কমিটির নেতা-কর্মী ও পদ বঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পদবঞ্চিত বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
নবঘোষিত কমিটির এক সদস্য দাবি করেছেন, সড়ক অবরোধ করে বিক্ষোভ পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হচ্ছে। প্রকৃত, ত্যাগী নেতাকর্মীরা আমাদের সঙ্গেই আছেন।
ভুক্তভোগীরা বলেন, সড়ক অবরোধ করে এ ধরনের আন্দোলন ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব নির্বাচনে স্বচ্ছতার অভাবের ইঙ্গিত দেয়। যা সংগঠনের স্থিতিশীলতা ও কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে।
পূর্বেও তালতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পরেও পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছিলেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বলেন, শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল রয়েছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
উল্লেখ্য রবিবার (২৫ মে) বরগুনা জেলা ছাত্রদল সভাপতি ফয়জুল মালেক ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি স্বাক্ষরিত কমিটিতে মেহেদী হাসানকে সভাপতি, মো. মাহাদীকে সাধারণ সম্পাদক ও ইমরানকে সাংগঠনিক সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট তালতলী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল