যশোরে সেলিম রেজা ডাবলু (৪০) নামে এক ইজিবাইক চালককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল সাতটার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ব্রাক অফিসের সামনে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত সেলিম রেজা সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মৃত আমজেদ হোসেন বিশ্বাসের ছেলে।
সেলিম রেজার ছোট ভাই শাহীন জানান, প্রতিদিনের মতো শনিবার রাত সাড়ে ৯টার দিকে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন সেলিম রেজা। রবিবার সকালে চাচার ফোন থেকে তিনি বড় ভাইর মৃত্যুর খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন পুলিশ মরদেহ মর্গে পাঠাচ্ছে।
শাহীন বলেন, ছিনতাইকারীরা শুধু ইজিবাইক ছিনতাই করতে চাইলে একটা-দুইটা আঘাত করেই ইজিবাইক নিয়ে যেতে পারতো। কিন্তু সেলিম রেজার মাথায়, বুকে, পেটে, দুই পায়ে এবং পিঠে অসংখ্য এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, রবিবার ভোরে পুলিশ একটি মরদেহ জরুরী বিভাগে নিয়ে আসে। মরদেহের মাথা থেকে পা পর্যন্ত ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, হত্যার ধরণ দেখে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই সেলিম রেজাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএ