গাজীপুরের শ্রীপুরে গাছ থেকে তাল পাড়তে গিয়ে বিদুৎস্পৃষ্টে আকরাম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়ির চালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন ওই গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
স্বজনেরা জানিয়েছেন, আকরাম হোসেন ওই গ্রামের মো. জাকারিয়ার মালিকানাধীন তাল গাছের তাল কিনেছিলেন। সেগুলো গাছ থেকে পাড়ার জন্য তিনি দুুপুরে জুম্মার নামাজের আগে গাছে উঠেন। ওই গাছ ঘেঁষে বৈদ্যুতিক সঞ্জালন লাইন অবস্থিত। অসাবধানতাবসত তিনি গাছে উঠার পর সঞ্চালন লাইনের তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম